চালু ভারতের Air Defence, এখনও থমথমে উপত্যকা! বিক্রম গর্জনে আপাত ঠান্ডা জঙ্গিস্থান Pakistan!

May 11, 2025 | 5:15 PM

Pakistan: পাকিস্তানের এই ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ ভারতের বিদেশমন্ত্রক। রাতে পাকিস্তানের এই শেলিং করার ঘটনার পর গত ১০ মে রাতে ফের প্রেস বিবৃতি দেন বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিস্রি।

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরও তা লঙ্ঘন করেছে পাকিস্তান। সন্ধের পর থেকে উপত্যকার বিভিন্ন শহরে শুধুমাত্র ড্রোন হামলা হয়েছে এমন নয়। অ্যাক্টিভেট করতে হয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে। জানা গিয়েছে, সীমান্ত ও লাইন অফ কন্ট্রোল থেকে স্মল আর্মস থেকে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। এ ছাড়াও তারা শেলিংও করেছে।

পাকিস্তানের এই ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ ভারতের বিদেশমন্ত্রক। রাতে পাকিস্তানের এই শেলিং করার ঘটনার পর গত ১০ মে রাতে ফের প্রেস বিবৃতি দেন বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিস্রি। আর সেখানেই তিনি জানান, পাকিস্তানকে বলা হয়েছে তাদের প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকতে। যদি সীমান্তে ফের গোলাগুলি চলে তাহলে তার সমুচিত জবাব দেবে ভারতীয় সেনা। ভারত সম্পূর্ণ তৈরি রয়েছে, কড়া বার্তাও দেন তিনি।

Published on: May 11, 2025 04:59 PM