IndiGo: ইন্ডিগোর জবাবে অসন্তুষ্ট DGCA, শাস্তির মুখে পড়বেন ইন্ডিগোর CEO?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 09, 2025 | 4:31 PM

IndiGo: ইন্ডিগো-র বিরুদ্ধে আরও কড়া শাস্তির হুঁশিয়ারি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে রামমোহন নাইডুর। ইন্ডিগো-কে এমন শাস্তি দেওয়া হবে যেটা উদাহরণ হয়ে থাকবে, হুঁশিয়ারি কেন্দ্রের। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর ৯১টি বিমান নির্ধারিত সময়েই এসেছে।

কলকাতা: বিভ্রাটের জের, ইন্ডিগো-র ৫ শতাংশ বিমান কমাল কেন্দ্র।  প্রতিদিন আর উড়বে না সংস্থার ১১০টি করে বিমান। ওই ‘স্লট’ দেওয়া হবে অন্য বিমান সংস্থাকে। ইন্ডিগো-র শীতকালীন রোস্টারে কাটছাঁট DGCA-র। দেশি ও আন্তর্জাতিক- দুই রুটেই বিমানের সংখ্যা কমানো হয়েছে। এতদিন দুই রুট মিলিয়ে ২২০০টি বিমান ওড়াত ইন্ডিগো। ইন্ডিগো-র বিরুদ্ধে আরও কড়া শাস্তির হুঁশিয়ারি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে রামমোহন নাইডুর। ইন্ডিগো-কে এমন শাস্তি দেওয়া হবে যেটা উদাহরণ হয়ে থাকবে, হুঁশিয়ারি কেন্দ্রের। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর ৯১টি বিমান নির্ধারিত সময়েই এসেছে। নির্দিষ্ট সময়ে উড়েছে ৯০টি বিমান। তবে বেশ কিছু বিমান এখনও দেরিতে চলছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।