Investment Tips: বিনিয়োগের ক্ষেত্রে হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!

Mar 11, 2025 | 11:37 PM

Rahul Dravid: বিনিয়োগ আসলে একটা দীর্ঘমেয়াদি খেলা। এক ঝটকায় অর্থ উপার্জনের ক্ষেত্র কখনও বিনিয়োগ হতে পারে না। ঠিক যেমন টেস্ট ম্যাচ।

বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগ আসলে একটা দীর্ঘমেয়াদি খেলা। এক ঝটকায় অর্থ উপার্জনের ক্ষেত্র কখনও বিনিয়োগ হতে পারে না। ঠিক যেমন টেস্ট ম্যাচ। একটা টেস্ট ম্যাচে ৫ দিন খেলা হয়। প্রতি দিনে ৯০ ওভার করে খেলা হয়। আবার প্রতি দিনকে ৩টে করে সেশনে ভাগ করা হয়। একটা ম্যাচে মোট ১৫টা সেশন হয়। কোনও দল একটা বা দুটো সেশন খারাপ খেললেই যে তারা গোটা ম্যাচটা হেরে যাবে এমনটা নয়। টেস্ট ম্যাচে ওঠাপড়া লেগেই থাকে। কিন্তু যে ব্যাটার পিচের মাটি কামড়ে পড়ে থাকে, ম্যাচ শেষে সেই কিন্তু জয়মাল্য নিয়ে যায়। ঠিক একই ব্যাপার ঘটে বিনিয়োগের ক্ষেত্রেও। যে বিনিয়োগকারী মাটি কামড়ে পড়ে থেকে বিনিয়োগ করে যায়, দেখা যায় খুব তাড়াতাড়ি সে অর্থনৈতিক স্বাধীনতা লাভ করেছে।

Published on: Mar 11, 2025 05:23 PM