Sunrisers Hyderabad, IPL 2025: আইপিএলে লম্বা রেসের ঘোড়া হতে পারেন জিশান?

Mar 31, 2025 | 7:38 PM

SRH, IPL 2025: উত্তর প্রদেশের এই লেগ স্পিনার অনূর্ধ্ব ১৯ স্তরে ভারতীয় দলে খেলেছেন। ঋষভ পন্থ, ঈশান কিষাণদের সতীর্থ। তেমনই উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে তিনি গত মরসুমে খেলেছেন মিরাট ম্যাভেরিক্সে।

নিজামের শহরের টিম। আর তাতেই এক অচেনা মুখ তাক লাগিয়ে দিলেন। ক্রিকেট প্রেমীদের কাছে এতদিন জিশান আনসারি ছিলেন শুধুই একটা নাম। এ বার তাঁর কারনামা দেখারও সুযোগ মিলল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে অভিষেকেই দুর্দান্ত। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে দাঁড়াতে পারল না।

উত্তর প্রদেশের এই লেগ স্পিনার অনূর্ধ্ব ১৯ স্তরে ভারতীয় দলে খেলেছেন। ঋষভ পন্থ, ঈশান কিষাণদের সতীর্থ। তেমনই উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে তিনি গত মরসুমে খেলেছেন মিরাট ম্যাভেরিক্সে। চ্যাম্পিয়নও হয়েছিল মিরাট। রিঙ্কু সিং ক্যাপ্টেন এই দলের। উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগ থেকেই আইপিএলের দরজা খোলে জিশানের। পেসার সিমরজিৎ সিংয়ের পরিবর্তে নামানো হয় জিশানকে।