Italy Birth Rate: ৩ মাসে জন্মায়নি ১টিও শিশু
ইতালির জন্মহার সর্বনিম্ন। ইতালির জনসংখ্যা ৫ কোটি। একটি প্রতিবেদনের রিপোর্ট ৩ মাসে একটিও শিশু জন্মায়নি ইতালিতে। ন্যাশনাল স্ট্যাটিসটিক্স ব্যুরোর তথ্য অনুযায়ী। জানুয়ারি ২০২২ থেকে জুন পর্যন্ত শিশুর জন্মের সংখ্যার তুলনায়। ২০২৩ এ ৩,০০০ কম শিশু জন্মেছে।
ইতালির জন্মহার সর্বনিম্ন। ইতালির জনসংখ্যা ৫ কোটি। একটি প্রতিবেদনের রিপোর্ট ৩ মাসে একটিও শিশু জন্মায়নি ইতালিতে। ন্যাশনাল স্ট্যাটিসটিক্স ব্যুরোর তথ্য অনুযায়ী। জানুয়ারি ২০২২ থেকে জুন পর্যন্ত শিশুর জন্মের সংখ্যার তুলনায়। ২০২৩ এ ৩,০০০ কম শিশু জন্মেছে। ২০২৩ এর ফার্টিলিটি রেট দেখে বিশেষজ্ঞদের মত বার্ষিক জন্মের হার আরও কমবে।
ইতালিতে মহিলারা ৩১ বছরে ১ম সন্তানের মা হন। ২০২২ এ ৪১.৫% শিশুর মা অবিবাহিত। এভাবে চললে ইতালির জনসংখ্যা ৪ কোটির নিচে নেমে যাবে আশঙ্কা বিভিন্ন মহলে। ১৫ থেকে ৪৯ বছর বয়সি মেয়ের সংখ্যা কম ইতালিতে। বিষয়টি ন্যাশনাল এমার্জেন্সি বলেছেন ইতালির মহিলা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শিশু মৃত্যুর হারও উরধ্মুখি এই দেশে। ৭ জন শিশুর জন্মের মধ্যে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে ইতালিতে।
Latest Videos