Jeetu Kamal-Nabanita Das: বড়দিনে জিতুর সঙ্গে এক পুরনো ছবি পোস্ট নায়িকার

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Dec 26, 2023 | 11:54 PM

জিতু কামালের কাছে ফিরতে চাইছেন নবনীতা দাস? তাঁর সাম্প্রতিক পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। বড়দিনে জিতুর সঙ্গে এক পুরনো ছবি পোস্ট করেছেন নায়িকা। এই ছবি কি প্রত্যাবর্তনের ইঙ্গিত? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

কেমন আছেন রশিদ খান?
উস্তাদ রাশিদ খান সঙ্কটজনক হলেও স্থিতিশীল। ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ৫৫ বছর বয়সি শিল্পী। হাসপাতালের ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, তিনি আইটিইউতে রয়েছেন। সূত্রের খবর, স্ট্রোকের ফলে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে আশার কথা এই যে, গত এক মাসে নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক হয়নি।

৫৮-তে দ্বিতীয় বিয়ে?
দ্বিতীয় বিয়েই বটে। অভিনেতা রনিত রায় ৫৮ বছর বয়সে নিজের স্ত্রী নিলম রায় বোসকে আরও একবার বিয়ে করলেন। ঘুরলেন সাত পাকে। মালা বদল করে ঠোঁটে দিলেন উষ্ণ চুম্বন। এভাবেই ২০তম বিবাহবার্ষিকীতে আবারও স্বামী-স্ত্রী লুকে ধরা দিলেন এই সেলেব-জুটি।

ভাইরাল রাহা
বড়দিনেই মিলেছিল দর্শন। আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহাকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। প্রথম ছবি প্রকাশ্যে আসার পরই সকলের মত, মেয়েকে নাকি দেখতে হয়েছে ঋষি কাপুরের মতো। আর চোখ ২টো একেবারে রাজ কাপুরের বসানো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন নীলমণি রাহা।

ভাল লাগেনি ‘দ্য আর্চিজ’
সদ্য মুক্তি পেয়েছে তিন স্টারকিডের প্রথম সিরিজ ‘দ্য আর্চিজ়’। যা নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। কারও লেগেছে ভাল, কেউ মন্দ বলছেন মুখের ওপর। কেউ-কেউ আবার মন্দ লাগলেও বলছেন না স্টারকিডের কথা ভেবে। মনোজ বাজপেয়ী সেই তালিকায় নাম লেখালেন না। সরাসরি জানিয়ে দিলেন, আমার ভাল লাগেনি।

বাজিমাত সালারের
একই সঙ্গে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘ডানকি’ ও প্রভাসের ‘সালার’। তবে শাহরুখ খান ঝড় কোথায়? ‘সালার’ টেনে নিচ্ছে সমস্ত লাইম লাইট। মুক্তির কয়েকদিনেই ৪০০ কোটি ছাপিয়ে গেল ব্যবসা। চুপ কিং ভক্তরা। বছর শেষে কিং ঝড় উঠল না আর বক্স অফিসে, বড়দিনেও ফিরল না হাসি।

মেয়ের রঙ নিয়ে তুলোধনা
বড়দিনে মেয়ে দেবীর মুখ দেখিয়েছেন বিপাশা বসু। আর এর পরেই শুরু হয়েছে কুৎসিত আলোচনা। দেবী নাকি বিপাশার সন্তানই না। কেন? দেবীর গায়ের রঙ ফর্সা। বিপাশা শ্যামবর্ণা–সে কারণে দেবীকে তাঁর মেয়ে বলতে নারাজ অনেকেই। শুধু কি তাই? বিপাশার গায়ের রঙ নিয়ে কথা বলতেও ছাড়লেন না কেউ-কেউ।

ইব্রাহিমের নতুন প্রেম?
এতদিন শোনা যাচ্ছিল, সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম প্রেম করছেন পলক তিওয়ারির সঙ্গে। তবে এবার অন্য এক বান্ধবীর সঙ্গে বিমানবন্দরে দেখা গেল ইব্রাহিমকে। বছর শেষে তাঁকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গেলেন সইফ-পুত্র। কে ওই রহস্যময়ী। পরিচয় এখনও অধরা।

দর্শনা সৌরভের বড়দিন
বিয়ের পর প্রথম বড়দিনের সেলিব্রেশন, সৌরভ দাস ও দর্শনা বনিকের ঝুলিতে ছিল কী-কী প্ল্যান? দর্শনা নিজেই তা ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। লাল পোশাকে সৌরভের সঙ্গে পার্টিতে গা ভাসালেন তিনি। বরের বুকে মাথা রেখে শেয়ার করলেন আদুরে ছবি।

ফিরতে চাইছেন নবনীতা?
জিতু কামালের কাছে ফিরতে চাইছেন নবনীতা দাস? তাঁর সাম্প্রতিক পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। বড়দিনে জিতুর সঙ্গে এক পুরনো ছবি পোস্ট করেছেন নায়িকা। এই ছবি কি প্রত্যাবর্তনের ইঙ্গিত? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।