Alia Bhat: ‘গত ১০ বছরের ভুল আর না…’
Alia bhatt : আলিয়া জানান, গত ১০ বছরে যেসব কাজ করেছেন, এখন তাঁর পক্ষে সেই কাজ করা অসম্ভব। কারণ একটাই। এখন তাঁর মেয়ে ও পরিবার আছে।
সময়ের সঙ্গে মানুষ অনেকটাই পাল্টে যায়। ঠিক তেমনটাই হল আলিয়া ভাটের ক্ষেত্রেও। একটা সময় অভিনয়ের জন্য তিনি সবকিছু ছাড়তেও রাজি ছিলেন।
আলিয়া জানান, গত ১০ বছরে যেসব কাজ করেছেন, এখন তাঁর পক্ষে সেই কাজ করা অসম্ভব। কারণ একটাই। এখন তাঁর মেয়ে ও পরিবার আছে। আলিয়া একটি সাক্ষাৎকারে জানান, একটা সময় তিনি সিনেমার জন্য সবকিছু ত্যাগ করেন। তখন তিনি তাঁর পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো সুযোগ পাননি।
কাজের চাপে তাঁর ঠিক মত ঘুমও হত না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। আলিয়ার পরিবারে তাঁর স্বামী ও সন্তান আছে। আলিয়া এখন তাঁর স্বামী ও সন্তানকে সময় দিতে চান। তিনি জানেন কীভাবে কাজ ও সংসারের মধ্যে ব্যালেন্স করতে হয়। তাই তিনি কখনই চান না কাজের থেকে দূরে সরে যেতে।