Bengal Connection In Parliament Attack: কীভাবে ললিত-নীলাক্ষ যোগ?

rahul Sadhukhan |

Dec 17, 2023 | 6:42 PM

মাত্র ৯ মাস ললিতের সঙ্গে নীলাক্ষ আইচের পরিচয় হয়। হালিশহরের বাসিন্দা নীলাক্ষ আইচ। ললিতের সঙ্গে পরিচয় এক ইভেন্টে গিয়ে। তারপর ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ। বিধাননগর গভর্মেন্ট কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই নেতাজি ভক্ত নীলাক্ষ।

সংসদে বুধবারের ঘটনার পর ফেরার অন্যতম অভিযুক্ত ললিত ঝা। এই ললিত ঝা কোথায়? চিরুনি তল্লাশি শুরু পুলিশের। এর মধ্যে ললিত ঝায়ের ফোন থেকে মিলেছে এমন একটা নাম, যেখানে এই বাংলার যোগ মিলেছে। ললিত সংসদ ভবনের ভেতরের সেই ভিডিও প্রথম পাঠায় এ বাংলার একজনকে। তিনি নীলাক্ষ আইচ। কে এই নীলাক্ষ? তদন্তে নেমে চোখ কপালে পুলিশের। একজন মামুলি কলেজ ছাত্র। কিন্তু কিভাবে যোগাযোগ?

মাত্র ৯ মাস ললিতের সঙ্গে নীলাক্ষ আইচের পরিচয় হয়। হালিশহরের বাসিন্দা নীলাক্ষ আইচ। ললিতের সঙ্গে পরিচয় এক ইভেন্টে গিয়ে। তারপর ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ। বিধাননগর গভর্মেন্ট কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই নেতাজি ভক্ত নীলাক্ষ।