Kolkata Metro: চিংড়িহাটায় থমকে মেট্রোর কাজ, রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ Calcutta High Court!
Calcutta High Court On Kolkata Metro Project: 'মেট্রোর সঙ্গে রাজ্যর বৈঠকের পর কেন কিছু কার্যকর নয়? এই প্রকল্প হলে রাজ্যের মানুষেরই সুবিধা হবে। কিন্তু আপনারা ট্রাফিক ব্লকের কারণ দেখাচ্ছেন?' রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
চিংড়িহাটায় মেট্রোর কাজে ফের জটিলতা। রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। ট্রাফিক নিয়ন্ত্রণের উপায় না দেখানোয় বিরক্ত কলকাতা হাইকোর্ট। ‘মেট্রোর সঙ্গে রাজ্যর বৈঠকের পর কেন কিছু কার্যকর নয়? এই প্রকল্প হলে রাজ্যের মানুষেরই সুবিধা হবে। কিন্তু আপনারা ট্রাফিক ব্লকের কারণ দেখাচ্ছেন?’ রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
প্রশ্নের মুখে যদিও পাল্টা সাফাই দিয়েছে রাজ্য। রাজ্য বলেছে, ‘যে জায়গায় ব্লক করা হবে, সেখানে সবচেয়ে বেশি অসুবিধা হবে। সেখান দিয়ে অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারবে না’। আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন তারিখ জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের নতুন যুক্তি শুনবে না আদালত। এই কথা স্পষ্ট জানিয়েছে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
Published on: Dec 09, 2025 11:58 AM