SIR: দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের খেটেরপোতা ২১৯ নম্বর বুথে অভিযোগ, ওই বুথের বিএলও হলেন বীণাপানি তেলি। তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলির স্ত্রী। বিরোধী সিপিএম ও বিজেপি এই নিয়ে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।