Kunal Ghosh: ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, মুখ খুললেন কুণাল ঘোষ
Kunal Ghosh: তিনি বলেন, "চব্বিশের আগে গীতাপাঠ হয়েছিল। আর ছাব্বিশের ভোটের আগে আয়োজন করা হল গীতাপাঠের। যে বা যাঁরা এই গীতাকে রাজনীতির জন্য ব্যবহার করছেন আমাদের আপত্তি সেই ইভেন্ট নিয়ে। ভগবান রাম বা জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি নেই। কিন্তু রোটি-কাপড়া-মাকান বাদ দিয়ে রাম-মন্দির রাজনীতির, নেতাজী জন্মদিনে ধ্বনি দেওয়ার রাজনীতির আমরা এর বিরুদ্ধে। আজও যে গীতাপাঠ বিজেপির ইভেন্ট। ওই উনি কিসে যেন অভিযুক্ত। সেই মহারাজের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেল। এটা বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট।"
আজ অর্থাৎ রবিবার গীতা পাঠের আয়োজন করা হয় ব্রিগেডে। আর সেই নিয়েই এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “চব্বিশের আগে গীতাপাঠ হয়েছিল। আর ছাব্বিশের ভোটের আগে আয়োজন করা হল গীতাপাঠের। যে বা যাঁরা এই গীতাকে রাজনীতির জন্য ব্যবহার করছেন আমাদের আপত্তি সেই ইভেন্ট নিয়ে। ভগবান রাম বা জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি নেই। কিন্তু রোটি-কাপড়া-মাকান বাদ দিয়ে রাম-মন্দির রাজনীতির, নেতাজী জন্মদিনে ধ্বনি দেওয়ার রাজনীতির আমরা এর বিরুদ্ধে। আজও যে গীতাপাঠ বিজেপির ইভেন্ট। ওই উনি কিসে যেন অভিযুক্ত। সেই মহারাজের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেল। এটা বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট।”