বিহারে বিজেপির ফল কি বাংলাতেও হবে? অঙ্ক বোঝালেন কুণাল
BJP-TMC: রাজ্য়ের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "প্রতিটি কর্মী-কার্যকর্তারা কোমর বেঁধে তৈরি আছে"। এর পাল্টা জবাবে আবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "সুকান্তবাবু এখন বিহার নির্বাচনের ফলাফলের আতিশয্যে রয়েছেন।"
বিহারের ভোটের ফল নিয়ে বাংলার দুই নেতার তরজা! বিহারের ভোটে বিপুল জয় পেয়েছে এনডিএ। দারুণ ফল করেছে বিজেপি-জেডিইউ। বিহারের পর এবার বাংলায় পালাবদল হবে। আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতারা। রাজ্য়ের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “প্রতিটি কর্মী-কার্যকর্তারা কোমর বেঁধে তৈরি আছে”। এর পাল্টা জবাবে আবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সুকান্তবাবু এখন বিহার নির্বাচনের ফলাফলের আতিশয্যে রয়েছেন। ২০২৬ সালের নির্বাচনের ফলটা বেরতে দিন। পশ্চিমবঙ্গ ও বিহার সম্পূর্ণ আলাদা। নিশ্চিত থাকুন যে আগেরবারের তুলনায় বেশি বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার গড়তে চলেছেন।”