SIR: ‘আর সহ্য হচ্ছে না’, কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "মা দুর্গাকে বলব, মনুষ্যত্ব বাঁচিয়ে দাও। অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না।" মমতার প্রশ্ন, বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক?
ফের একবার এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাঙ্গনের শিলান্যাস করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “মা দুর্গাকে বলব, মনুষ্যত্ব বাঁচিয়ে দাও। অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না।”
মমতার প্রশ্ন, বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক? তিনি আরও বলেন, “বাংলায় কথা বললেই বলছে, বাংলাদেশি। বলছে, হোটেলে জায়গা হবে না।”