MI vs KKR, IPL 2025: মুম্বইয়ের হোম গ্রাউন্ড বেশি চেনা নাইট রাইডার্সের!

Mar 31, 2025 | 8:22 PM

Mumbai Indians: মুম্বইয়ের পারফর্ম্যন্সে পার্থক্য তৈরি করে জশপ্রীত বুমরা। সেই বুমরাই নেই দলে। দলে অনেক বোলার থাকলেও বুমরার না থাকাটাই বড় ফ্যাক্টর হয়ে উঠছে মুম্বইয়ের জন্য।

প্রথম দুটি ম্যাচ হেরে বেশ চাপে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। আবার পুরনো তথ্য দেখলে দেখা যাবে, পরপর কয়েকটা ম্যাচ হারা, এমন ঘটনা মুম্বইয়ে ঘটতেই থাকে। গতবারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে আজ ঘরের মাঠে নামছে হার্দিক পান্ডিয়ার দল। আইপিএলে দেখা গিয়েছে প্রথম দিকের ম্যাচগুলো হারে মুম্বই ইন্ডিয়ান্স।

তবে, মুম্বইয়ের পারফর্ম্যন্সে পার্থক্য তৈরি করে জশপ্রীত বুমরা। সেই বুমরাই নেই দলে। দলে অনেক বোলার থাকলেও বুমরার না থাকাটাই বড় ফ্যাক্টর হয়ে উঠছে মুম্বইয়ের জন্য।

Published on: Mar 31, 2025 08:18 PM