গরিবের জন্য করতে হলে বিজেপির হাত ধরতেই হত: মিঠুন
ছবি- টিভিনাইন বাংলা

গরিবের জন্য করতে হলে বিজেপির হাত ধরতেই হত: মিঠুন

Debasmita Chakraborty |

Mar 08, 2021 | 10:09 PM

গাঢ় লাল থেকে সবুজ হয়ে মহাগুরু এবার গেরুয়া সরণিতে।

নিবাস—জোড়া বাগান এলাকার ২০ সি, মথুর সেন গার্ডেন লেন। নিমতলা ঘাট স্ট্রিটের কাছে এই পাড়াতেই বড় হয়ে ওঠা। শোনা যায়, এক সময়ে তাঁকে দেখা মাত্র গুলি করার (‘শুট অ্যাট সাইট’) নির্দেশ পেয়েছিল জোরাবাগান থানা। কারণ, নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন জোড়াবাগানের গৌরাঙ্গ। ‘মৃগয়া’র দৌড় লাগানো সেই লম্বা-রোগাটে ছেলেটি চরাই-উতরাই পেরিয়ে ছুটেছেন অনেকটা পথ। এখনও সচল তিনি। এই এই গতিময়তাই যেমন তাঁকে চূড়ান্ত পেশাদার সাফল্য এনে দিয়েছে, তেমনই বারবার বাঁক বদল করিয়েছে রাজনৈতিক বিশ্বাসের। গাঢ় লাল থেকে সবুজ হয়ে মহাগুরু এবার গেরুয়া সরণিতে।

 

Published on: Mar 07, 2021 10:55 PM