Bihar Election: বিহারে NDA-সুনামি, উড়ে গেল মহাজোট! জয়ের উৎসবে BJP কর্মীরা

| Edited By: জয়দীপ দাস

Nov 14, 2025 | 8:41 PM

Bihar Election Result: জয় কার্যত নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নীতীশ, চিরাগ, জিতনরাম, কুশওয়াহাকে অভিনন্দনও জানান। অন্যদিকে বিরোধীদের তুলোধনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জঙ্গলরাজ ও তোষণের কারবারিদের ঠাঁই নেই বিহারে।

মহাগাঁটবন্ধনের বুকে একেবারে কাঁপুনি ধরিয়ে দিল এনডিএ জোট। মোদী-নীতীশেই ভরসা বিহারবাসীর। সকাল থেকে ফলপ্রকাশ শুরু হতেই তড়তড়িয়ে এগিয়ে যায় জেডিইউ, বিজেপির প্রার্থীরা। গেরুয়া ঝড়ে ধরাশায়ী কংগ্রেস, আরজেডি। জয় কার্যত নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নীতীশ, চিরাগ, জিতনরাম, কুশওয়াহাকে অভিনন্দনও জানান। অন্যদিকে বিরোধীদের তুলোধনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জঙ্গলরাজ ও তোষণের কারবারিদের ঠাঁই নেই বিহারে। জনতা এখন শুধু কাজের ভিত্তিতে ভোট দেয়। তাঁর সাফ কথা, অনুপ্রবেশকারীদের রক্ষীদের উপযুক্ত জবাব দিয়েছে বিহারের জনতা।