জি বাংলার ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। শ্যামা ওরফে তিয়াসা আর নিখিল ওরফে নীল। তাঁদের রসায়ন বাঙালির ড্রইংরুমের অন্যতম আকর্ষণ। নিখিলের ফ্যান ফলোয়ারও প্রচুর। তবে শুধুমাত্র ধারাবাহিকের জন্য নয় এই আরও একটা কারণের জন্য এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে নিখিল ওরফে নীল। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা তৃণা। শুটিংয়ের ফাঁকেই TV9 বাংলার সঙ্গে আড্ডা জমালেন নীল। দেখুন ভিডিয়ো।