Siliguri: হঠাৎ কী হল? উত্তরবঙ্গে একযোগে বৈঠকে বসল সেনা, পুলিশ, BSF, NIA
মূলত, এই ধরনের সম্বন্বয় বৈঠক অতীতেও হয়েছে পরেও হবে। কিন্তু এমন একটা সময় এই বৈঠক হয়েছে যে সময়ে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে। বারবার দেখা যাচ্ছে, উত্তরবঙ্গকে আক্রমণের কথা বলা হচ্ছে। তারপর এসআইআর চলছে। অপরদিকে, বাংলাদেশেও অশান্ত পরিস্থিতি রয়েছে। সব মিলিয়ে সীমান্তগুলি স্পর্শকাতর।
এসআইআর (SIR) আবহে আরও নিরাপত্তা বাড়ল চিকেন’স নেকের। নিরাপত্তা নিয়ে শিলিগুড়িতে উচ্চ-পর্যায়ের বৈঠক হয়। চিকেন নেকের নিরাপত্তা নিয়ে শিলিগুড়িতে NIA,রাজ্য পুলিস,ভারতীয় সেনা। রয়েছে বিএসএফ ও এসএসবি।
মূলত, এই ধরনের সম্বন্বয় বৈঠক অতীতেও হয়েছে পরেও হবে। কিন্তু এমন একটা সময় এই বৈঠক হয়েছে যে সময়ে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে। বারবার দেখা যাচ্ছে, উত্তরবঙ্গকে আক্রমণের কথা বলা হচ্ছে। তারপর এসআইআর চলছে। অপরদিকে, বাংলাদেশেও অশান্ত পরিস্থিতি রয়েছে। সব মিলিয়ে সীমান্তগুলি স্পর্শকাতর। সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক হচ্ছে। মূলত, উত্তরবঙ্গের গুরুত্ব পূর্ণ জায়গা গুলিকে রক্ষা করার জন্যই এই বৈঠক হয়েছে।
