Poonam Pandey News: পুনম-কাণ্ডে ধিক্কার সেলেব থেকে সাধারণের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 03, 2024 | 10:51 PM

পুনম যে নিজের মৃত্যু নিয়ে এ হেন মিথ্যাচার করতে পারেন, ভাবতে পারেননি কেউই। তাই তাঁর জীবিত থাকার খবর সামনে আসতেই সমালোচনায় ফেটে পড়েছেন সেলেব থেকে সাধারণ। তাঁদের একটাই প্রশ্ন, "ছিঃ! এতটা অবিবেচক কী করে হতে পারেন আপনি? ক্যানসার নিয়ে ছেলেখেলা? সচেতনতা প্রচারের পন্থা কখনও এরকম হতে পারে?"

মারা যাননি পুনম
ইনস্টাগ্রামে শেয়ার করা মৃত্য়ুর খবর ভুয়ো–শনিবার সোশ্যাল মিডিয়ায় এসে সেই কথা ঘোষণা করলেন খোদ বলিউডের মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। শুধু তাই-ই নয়, নিজের মৃত্যুর ‘ফেক নিউজ়’ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করলেন ৩২ বছর বয়সি পুনম। যদিও স্পষ্ট করতে ভুললেন না, কেন মিথ্যে খবর রটিয়েছিলেন তিনি? সার্ভাইকাল ক্যানসার প্রসঙ্গে সতর্কতা তৈরি করতেই এই ‘ফেক নিউজ়’ ছড়ানো তাঁর।

পুনমকে ঘিরে সমালোচনা
পুনম যে নিজের মৃত্যু নিয়ে এ হেন মিথ্যাচার করতে পারেন, ভাবতে পারেননি কেউই। তাই তাঁর জীবিত থাকার খবর সামনে আসতেই সমালোচনায় ফেটে পড়েছেন সেলেব থেকে সাধারণ। তাঁদের একটাই প্রশ্ন, “ছিঃ! এতটা অবিবেচক কী করে হতে পারেন আপনি? ক্যানসার নিয়ে ছেলেখেলা? সচেতনতা প্রচারের পন্থা কখনও এরকম হতে পারে?”

ট্রোল্ড প্রসঙ্গে জয়া
জয়া বচ্চনের নাতনি নভ্যা নভেলি এবার রাখঢাক না করেই দিদা জয়া বচ্চনকে প্রশ্ন করে বসলেন, “সর্বত্র এত ট্রোল তোমায় নিয়ে, বিষয়টা কেমন লাগে?” এই প্রথম ট্রোল প্রসঙ্গে মুখ খুলে জয়া বচ্চন বলেদিলেন, “ছবি নিয়ে কথা বললে কোনও সমস্যা নেই, তবে কোথাও কেউ একজন বসে আমার চরিত্র নিয়ে কথা বলবে, সেটা আমি মেনে নেব না…।”

মেজাজ হারালেন শাহিদ
গত কয়েকমাস ধরে AI মারফৎ তৈরি বিকৃত ছবি নিয়ে সোচ্চার সেলেব মহল। এবার ডিপফেক প্রসঙ্গে মুখ খুললেন শাহিদ কাপুর। বললেন, “এটা মানুষের দোষ। মানুষ সৃষ্টি করে তা AI -এর কাঁধে চাপিয়ে দিচ্ছে, মানুষের তৈরি ও ঈশ্বরের সৃষ্টির মধ্যে পার্থক্য থাকবেই।”

পোজ়ে অস্বস্তি অভিষেকের
এই মুহূর্তে বিচ্ছেদের গুঞ্জনে দগ্ধ অভিষেক বচ্চন ওই ঐশ্বর্যা রাই বচ্চনের জীবন। তাঁদের আলাপ সেই ১৯৯৯ সালে। প্রথম ‘ঢাই অক্ষর প্রেম কে’র ছবির ফটোশুটের কারণে তাঁরা হাজির হয়েছিলেন সুইৎজারল্যান্ডে। সেই ফটোশুট করতে গিয়ে দারুণ অস্বস্তিতে পড়েন অভিষেক। সামনে হাজির বিশ্বসুন্দরী! বুক ধুকপুক যে অমূলক নয়।

বিয়ের প্রশ্নের জেরবার
বহুদিন ধরেই তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা প্রেম করছেন, কিন্তু বিয়েটা কবে? এই প্রশ্নে জেরবার নায়কও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে, কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।”

যিশুই প্রথম
সেলিব্রিটি ক্রিকেট লিগ-এর দশম সিজনের কার্টেইন রেইজ়ারে এবার চমক। দুবাইয়ের বুর্জ খালিফায় দেখা মিলল যিশু সেনগুপ্তর। বিশ্বের সর্বোচ্চ ইমারতে প্রথম কোনও বাংলার অভিনেতাকে দেখা গেল। ভিডিয়ো ক্লিপিং ভাইরাল হতেই যিশুকে প্রশংসায় ভরালেন ভক্তরা।

ট্রোলের শিকার শুভশ্রী
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান রেলিং ধরে দাঁড়িয়ে আছে একা। পিছন থেকে তোলা এই ছবি শেয়ার করলেন মা শুভশ্রী। কমেন্টে জানালেন, তিনি তাঁর পুত্রকে খুবই মিস করছেন। এই পোস্ট দেখামাত্রই নেটপাড়ার প্রশ্ন: “কী করে যে আপনি পারেন এত ছোট বাচ্চাকে ছেড়ে চলে যেতে?”

মাথা ভর্তি সিঁদুর
মাথা ভর্তি সিঁদুর, কনের সাজে ছবি দিলেন টেলি-অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। তাঁর কি বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে, তবে রিল লাইফে নয় রিয়েলে। সম্প্রতি ‘জল থই থই ভালবাসা’ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। ওই ধারাবাহিকেই এখন চলছে ইপ্সিতার বিয়ের ট্র্যাক।