Flight Business: বিমান ব্যবসাতে লাভের মুখ
সময় বাঁচাতে এখন বিমানকেই ভরসা করছে ভারতীয়রা। রেলের থেকে দামের ফারাক মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা। সেই টাকা বাঁচাতে গিয়ে ৩ মাস আগে ফ্লাইট বুকিং করছেন ভারতীয়রা। দামের ফারাক তখন আরও কম।
ধরা যাাক উৎসবের মরসুমে আপনি গোয়ায় ছুটি কাটাতে চান। এখন মনে হল। ৩১ তারিখ পৌঁছতে চান গোয়ায়। তাহলে আপনাকে ২দিন সময় নিয়ে যেতে হবে ট্রেনে। অর্থাৎ ২৯শে ডিসেম্বর রওনা দিলে আপনি ৩১ তারিখ পৌঁছতে পারবেন গোয়ায়। ৩৬ ঘন্টারও বেশি সময় কাটাতে হবে ট্রেনের কূপে। টু এসি টিকিটের দাম ৩০০০ টাকা। তারওপরে ট্রেন লেটের সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। কিন্তু ২৯ তারিখে গোয়া যাওয়ার কোনও টিকিট নেই। এক নামী ট্যুর অ্যান্ড ট্রাভেল ওয়েবসাইটে। ৩০ তারিখের আছে। তবে আপনি বর্ষশেষের রাত গোয়ার পাড়ে দেখতে পাবেন না।
অন্যদিকে যদি একই ওয়েবসাইট থেকে কলকাতা থেকে গোয়ার বিমান ধরি ৩১ তারিখই! তবে তাঁর মূ্ল্য ৭হাজার টাকার একটু বেশিই। জার্নি মাত্র ৩ঘন্টার।
অর্থাৎ, মাত্র ৪ হাজার টাকার ফারাক। সময়ের ফারাক ৩৩ঘন্টার কম! ভারতীয়রা সময় বাঁচাচ্ছেন।