Second Phase SIR: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিএলও! ‘প্ররোচনা জোগাল’ SIR?

| Edited By: Avra Chattopadhyay

Nov 18, 2025 | 5:43 AM

Voter List Special Intensive Revision: বাংলা, কেরলের পর এবার একই ঘটনা রাজস্থানেও। নেপথ্যে কি দায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের? বাংলায় প্রথম থেকেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিএলও-রা। অত্যাধিক কাজের চাপের কথা তুলে ধরেছেন তাঁরা। এবার সেই একই অভিযোগ উঠল রাজস্থানেও।

জয়পুর: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিএলও। বাংলা, কেরলের পর এবার একই ঘটনা রাজস্থানেও। নেপথ্যে কি দায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের? বাংলায় প্রথম থেকেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিএলও-রা। অত্যাধিক কাজের চাপের কথা তুলে ধরেছেন তাঁরা। এবার সেই একই অভিযোগ উঠল রাজস্থানেও।

নিহতের নাম মুকেশ কুমার জাঙ্গিদ। তিনি রাজস্থানের ধরমপুরার বাসিন্দা। ঝোটওয়ারা কেন্দ্রের ১৭৫ নং বুথের দায়িত্ব ছিল বিএলও মুকেশ কুমারের কাঁধে। কিন্তু সে সব ছেড়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মুকেশ। তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোট দেখা গিয়েছে, কাজের চাপের কথা। দেখা গিয়েছে, SIR-এর কাজ ঠিক মতো না হলে বরখাস্ত হয়ে যেতে পারেন বলে তাঁকে উর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া হুঁশিয়ারির কথাও।

Published on: Nov 18, 2025 05:42 AM