Rajnath Singh: ভারতের অংশ হবে পাকিস্তানের সিন্ধ? জল্পনা উস্কে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী
Rajnath Singh on Sindh Province: সিন্ধে বসবাসকারী বেশির ভাগ মানুষই হিন্দু। দেশভাগের সময় এই এলাকা চলে যায় পাকিস্তানের অন্দরে। ভারত থেকে ছিন্ন হয়ে যায় চিরকালের মতো। এবার সেই সিন্ধ নিয়েই বড় জল্পনা উস্কে দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী।
নয়াদিল্লি: পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে সিন্ধে বসবাসকারী বেশির ভাগ মানুষই হিন্দু। দেশভাগের সময় এই এলাকা চলে যায় পাকিস্তানের অন্দরে। ভারত থেকে ছিন্ন হয়ে যায় চিরকালের মতো। এবার সেই সিন্ধ নিয়েই বড় জল্পনা উস্কে দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী।
রবিবার দিল্লিকে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সিন্ধের প্রসঙ্গ টেনে আনেন রাজনাথ সিং। বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর একটি বইয়ের কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘তিনি তাঁর একটি বইতে লিখেছেন, সিন্ধি হিন্দুরা, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মেনে নিতে পারেননি। আজ সিন্ধের ভূমি ভারতের অংশ নয়। কিন্তু কে জানে, কাল হয়তো সিন্ধ ভারতে ফিরে এল।’
