Stock Market: বিরাট চাপে ভারতের বাজার? মঙ্গলেই ‘অমঙ্গলের’ সম্ভাবনা!

Apr 01, 2025 | 11:45 AM

Donald Trump: নয়া কর ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যে অস্থিরতা বাড়বে। আর তার ফলে হুড়মুড়িয়ে পড়তে পারে ভারতের বাজার। আমেরিকায় ভারতীয় পণ্য রফতানির পরিমাণ কমতে পারে।

ট্রাম্পের কর বসানোর ঘোষণা আসার পর তার প্রভাব পড়েছে আমেরিকার শেয়ার বাজারেও। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এক ধাক্কায় ৭০০ পয়েন্ট পড়ে যায়। এস অ্যান্ড পি ৫০০ মার্চে তাদের সবচেয়ে খারাপ পতনের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে পড়েছে ন্যাসড্যাক, এস অ্যান্ড পি ১০০ ও ডাও জোনস সূচক।

নয়া কর ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যে অস্থিরতা বাড়বে। আর তার ফলে হুড়মুড়িয়ে পড়তে পারে ভারতের বাজার। আমেরিকায় ভারতীয় পণ্য রফতানির পরিমাণ কমতে পারে। আর তার ফলে বাড়বে ভারতের বাণিজ্য ঘাটতি। মোদ্দ কথা হল, ট্রাম্প নতুন করে কর বসালে সেটা ভারতের বাজারের জন্য খারাপ হবে। দীর্ঘমেয়াদে সেটা ভাল প্রমাণিত হতে পারে, কিন্তু স্বল্প মেয়াদে তা ভাল হবে না।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Apr 01, 2025 11:27 AM