Jio Bharat Plans: জিও ভারতের কোন প্ল্যানে কত খরচ?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 07, 2023 | 8:42 PM

জিও ভারতের দাম ৯৯৯ টাকা। জিও ভারতের রয়েছে ২টি প্ল্যান। একটি ২৮ দিনের অন্যটি ৩৬৫ দিনের। ২৮ দিনের প্ল্যানের খরচ ১২৩ টাকা। আর ৩৬৫ দিনের প্ল্যানের খরচ ১২৩৪ টাকা। কী থাকছে এই প্ল্যান গুলিতে? দুটি প্ল্যানেই থাকছে আনলিমিটেড ভয়েস কলিং । থাকছে জিও সিনেমা, জিও শাভন ও এফ এম রেডিও অ্যাপ

দেশকে টুজি মোবাইল মুক্ত করার লক্ষ্যে বাজারে জিও এনেছে জিও ভারত ফোন। ভারতে ২৫ কোটি মোবাইল ইউজারের অনেকেই এখনও টুজি নেটওয়ার্কে আছেন। তাই জিওর এই নতুন পদক্ষেপ। এর মাধ্যমে দেশে আসবে ডিজিটাল স্বাধীনতা বলছে রিলায়েন্স। জিও ভারতের দাম ৯৯৯ টাকা। জিও ভারতের রয়েছে ২টি প্ল্যান। একটি ২৮ দিনের অন্যটি ৩৬৫ দিনের। ২৮ দিনের প্ল্যানের খরচ ১২৩ টাকা। আর ৩৬৫ দিনের প্ল্যানের খরচ ১২৩৪ টাকা। কী থাকছে এই প্ল্যান গুলিতে? দুটি প্ল্যানেই থাকছে আনলিমিটেড ভয়েস কলিং । থাকছে জিও সিনেমা, জিও শাভন ও এফ এম রেডিও অ্যাপ। ১২৩ টাকার রিচার্জ প্ল্যানে দিনে ০.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ পুরো প্ল্যানে পাওয়া যাবে ১৪ জিবি ডেটা। ১২৩৪ টাকার প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি হিসাবে মোট ১৬৮ জিবি ডেটা দিচ্ছে জিও। জিও ভারত ফোনটি লাল ও নীল ২টি রঙে পাওয়া যাচ্ছে। এটি একটি স্মার্ট ফিচার ফোন। আছে কি প্যাড। রিয়ার প্যানেলে ক্যামেরা আর স্পিকার আছে। কার্বন ও রিলায়েন্স জিওর টাই আপে এসেছে এই ফোন।