Road Pollution: অ্যালঝাইমার বাড়াচ্ছে পথের দূষণ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 20, 2023 | 5:27 PM

পথের বায়ু দূষণ অল্প বিস্তর সব দেশেরই সমস্যা । সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা যা জানাচ্ছে জানলে চমকে উঠবেন । পথে যানবাহনের এগজস্ট পাইপ থেকে নির্গত দূষক সরাসরি প্রভাব ফেলছে মস্তিষ্কে । ডিজেল ধোঁয়ার কারণে কমছে স্মৃতিশক্তি কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা টক্সিকোলজিকাল সাইন্সেসে প্রকাশিত হয়েছে এই সব তথ্য

নাগরিক জীবনে সড়ক পরিবহন একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দূষণ এই সড়ক পরিবহনের অবিচ্ছেদ্য অঙ্গ । পথের বায়ু দূষণ অল্প বিস্তর সব দেশেরই সমস্যা । সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা যা জানাচ্ছে জানলে চমকে উঠবেন । পথে যানবাহনের এগজস্ট পাইপ থেকে নির্গত দূষক সরাসরি প্রভাব ফেলছে মস্তিষ্কে । ডিজেল ধোঁয়ার কারণে কমছে স্মৃতিশক্তি কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা টক্সিকোলজিকাল সাইন্সেসে প্রকাশিত হয়েছে এই সব তথ্য । গবেষক মাসাশি কিতাজাওয়া ৩ থেকে ৯ মাস বয়সের ইঁদুরের ওপরে পরীক্ষা চালান । একদল ইঁদুরকে পরিষ্কার আবহাওয়ায় রাখা হয় । অন্যদের দূষণে রাখা হয় । দূষণে থাকা ইঁদুরদের মস্তিষ্কে প্লেক দেখা যায় । তাঁদের গ্লিয়াল কোষ সক্রিয় হয়ে যায় । এর ফলে অ্যালঝাইমার রোগের সূত্রপাত হয় ।