Katwa News: স্কুল থেকে চুরি শিক্ষক শিক্ষিকাদের হাজিরা খাতা
কাটোয়ার পঞ্চানন তলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা।গত ফেব্রুয়ারী মাসের 10 তারিখে প্রধান শিক্ষকের রুমের টেবিল থেকে শিক্ষক শিক্ষিকাদের এটেন্ডেন্স খাতাটি চুরি যায়।অনেক খোঁজাখুঁজি করেও তা মেলেনা।স্কুল পরিচালনা কমিটি খবর পেয়ে স্কুলের cc ক্যামেরা দেখা হয়।কিন্তু প্রধান শিক্ষকের রুমে cc ক্যামেরা না থাকায় স্কুল চলাকালীন কে চুরি করল তা জানা যায়নি
কাটোয়া: স্কুল থেকে চুরী শিক্ষক শিক্ষিকাদের হাজিরা খাতা।খাতা খুঁজে পেতে থানায় মিসিং ডায়েরি।চুরির ঘটনায় সন্দেহের তালিকায় রেখে স্কুলের এক শিক্ষিকার নামে অভিযোগ।ঘটনার তদন্তে পুলিশ।হাজিরা খাতা চুরি যাওয়ায় বিপাকে স্কুলের শিক্ষক শিক্ষিকার।সার্ভিস বুক ব্রেক হওয়ার আশঙ্কায় রয়েছেন সকলে।যদিও অন্য একটি হাজিরা খাতা বানিয়ে স্কুলের হাজিরার স্বাক্ষর করছেন।ফের চুরি না হয় এই কারনে এই খাতা হিডেন ক্যামেরার আওতায় একটি আলমারিতে তালা বন্ধ করে রাখা হয়েছে এখন।
কাটোয়ার পঞ্চানন তলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা।গত ফেব্রুয়ারী মাসের 10 তারিখে প্রধান শিক্ষকের রুমের টেবিল থেকে শিক্ষক শিক্ষিকাদের এটেন্ডেন্স খাতাটি চুরি যায়।অনেক খোঁজাখুঁজি করেও তা মেলেনা।স্কুল পরিচালনা কমিটি খবর পেয়ে স্কুলের cc ক্যামেরা দেখা হয়।কিন্তু প্রধান শিক্ষকের রুমে cc ক্যামেরা না থাকায় স্কুল চলাকালীন কে চুরি করল তা জানা যায়নি।স্কুল পরিচালনা কমিটির তরফের কাটোয়া থানায় স্কুলের হাজিরা খাতা চুরির অভিযোগ জানিয়ে মিসিং ডায়েরী করেন স্কুল পরিচালন কমিটির সভাপতি শেখ মোহাম্মদ সুজাউদ্দিন।এছাড়াও চুরির ঘটনায় cc ফুটেজে স্কুলের এক শিক্ষিকা মন্দিরা ঘোষের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্মতিতে থানায় অভিযোগ জানানো হয়।যদিও অভিযুক্ত শিক্ষিকা ফোন মারফত জানান,তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব মিথ্যা।স্কুলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেই তাকে ফাঁসানোর চেষ্ঠা করা হচ্ছে।স্কুল কর্তৃপক্ষর তরফে অভিযোগ আনা হচ্ছে,অভিযুক্ত শিক্ষিকার বার্ষিক ছুটির মেয়াদ শেষ হয়ে যাবার পরেও তিনি ছুটি চাইলে তাতে বাঁধা দেওয়ায় চুরী গেছে হাজিরার খাতা।এছাড়াও স্কুলের পরিবেশ নষ্ট ও ভবিষ্যতে এই শিক্ষিকার দ্বারা স্কুলের ক্ষতি হবার আশঙ্কার অভিযোগ রয়েছে। প্রায় দুমাস পেরিয়ে গেলেও স্কুল থেকে চুরি যাওয়া স্টাফেদের হাজিরা খাতা এখনো উদ্ধার হয়নি।ঘটনার তদন্তে লেগে রয়েছে কাটোয়া থানার পুলিশ।