গড়িয়াহাটের সাংকেতিক ভাষা
আমাদের শহরে গড়িয়াহাটেও রয়েছে এ রকমই একটি ভাষা। রাসবিহারি অ্যাভেনিউ এবং গড়িয়াহাট রোডের দু'পাশে গড়ে ওঠা গড়িয়াহাটার ফুট বাজারের সাংকেতিক ভাষা নিয়ে আজ আমরা খোঁজখবর করব।
পৃথিবীর বিভিন্ন জায়গায় রাস্তার ফুটপাথে দোকানদারদের রয়েছে নিজস্ব ভাষা। আমাদের শহরে গড়িয়াহাটেও রয়েছে এ রকমই একটি ভাষা। রাসবিহারি অ্যাভেনিউ এবং গড়িয়াহাট রোডের দু’পাশে গড়ে ওঠা গড়িয়াহাটার ফুট বাজারের সাংকেতিক ভাষা নিয়ে আজ আমরা খোঁজখবর করব। কাশির ফুটে যদি শোনেন ‘কেস গিলারি’, তাহলে বুঝবেন আপনি গেছেন, কারণ “কেস গিলারি” মানে সরেস খদ্দের আর গড়িয়াহাটে যদি শোনেন ‘চামরে পালবি’ সেক্ষেত্রে জানবেন বেশি দাম চাপিয়ে বেচার কথা বলা হচ্ছে। খাম্বুস, আশা, গজ, চামর, পালবি। গড়িয়াহাটের নিজস্ব এই সব শব্দের মানে কী? দেখুন ভিডিয়ো।