SIR: ব্যারিকেড টপকে পুলিশের দিকে এসে পড়েছিলেন এক বিএলও, তারপর তাকে তুলে ওপারে পাঠাতে গিয়েই…

Dec 23, 2025 | 11:12 PM

BLO Agitation in Kolkata: আন্দোলনের সময় এক মহিলা বিএলও কোনও ভাবে ব্যারিকেড টপকে এসে পড়েছিলেন পুলিশের দিকে। তারপর পুলিশ কর্মীরা চেষ্টা করছিলেন তাঁকে চ্যাংদোলা করে ওপারে ফেলে দেওয়ার। কিন্তু তাঁদের সেই চেষ্টাই সার হল। ধস্তাধস্তির মধ্যে তিনি পড়ে গেলেন এই পারেই।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বা সিইও দফতরের সামনে ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। বারবার নিয়ম বদলে হয়রানির অভিযোগ তাঁদের। কমিশনের নিষেধ সত্ত্বেও আন্দোলনে অনড় বিএলওদের একাংশ। অন্যদিকে, কমিশনের অফিসের সামনে রয়েছে পুলিশি ব্যারিকেডও। আর সেই ব্যারিকেডেই বারে বারে এসে আছড়ে পড়ছিল বিএলওদের ধাক্কা।

আন্দোলনের সময় এক মহিলা বিএলও কোনও ভাবে ব্যারিকেড টপকে এসে পড়েছিলেন পুলিশের দিকে। তারপর পুলিশ কর্মীরা চেষ্টা করছিলেন তাঁকে চ্যাংদোলা করে ওপারে ফেলে দেওয়ার। কিন্তু তাঁদের সেই চেষ্টাই সার হল। ধস্তাধস্তির মধ্যে তিনি পড়ে গেলেন এই পারেই।

Published on: Dec 23, 2025 11:12 PM