Bankura News: দেবতার উৎসবে এ কী!

Bankura News: দেবতার উৎসবে এ কী!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 08, 2023 | 4:36 PM

শ্রাবণী উৎসবের মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষে গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া শহরের এক নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকা। সংঘর্ষের জেরে দুই পাড়া মিলিয়ে ভাংচুর করা হয় ৬ টি দোকান ও একটি মন্দির আসবাবপত্র।

শ্রাবণী উৎসবের মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষে গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া শহরের এক নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকা। সংঘর্ষের জেরে দুই পাড়া মিলিয়ে ভাংচুর করা হয় ৬ টি দোকান ও একটি মন্দির আসবাবপত্র। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বাঁকুড়া সদর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গোপীনাথপুর এলাকা। এই এলাকায় শ্রাবনী উৎসব উপলক্ষে মাইক বাজছিল। সেই মাইক বাজানোকে কেন্দ্র করে প্রথমে উপর পাড়ার সাথে বচসা বাধে নামো পাড়ার। সন্ধ্যার পর বচসা ধীরে ধীরে সংঘর্ষের চেহারা নেয়। হামলা পাল্টা হামলায় দুই পাড়া মিলিয়ে ৬ টি দোকান ভাংচুর করা হয়। দুপক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। দুপক্ষের মধ্যে চলে ইট বৃষ্টিও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।