Sukanta Majumdar: অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jan 16, 2025 | 6:39 PM

"মুখ্যমন্ত্রী ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন। কিন্তু এই হাসপাতালগুলি নামেই সুপার ফেসিলিটি আসলে এগুলি সুপার ফ্লপ এবং কাজের কাজ কিছুই করে না।" সুকান্ত আরও বলেন, "মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে তাহলে নিজের পরিবারের সদস্যদের রাজ্যের একেকটি সুপার ফেসিলিটি হাসপাতালে চিকিৎসা করান, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাতে পারেন ডায়মন্ড হারবারের সুপার স্পেশালিটি হাসপাতালে।"

প্রসূতি মৃত্যু কাণ্ডে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক। সেখানে স্পষ্ট করে দিলেন, চিকিৎসকদের গাফিলতির কারণেই এত বড় বিপর্যয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই পাল্টা সাংবাদিক বৈঠক করে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কটাক্ষের সুরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন। কিন্তু এই হাসপাতালগুলি নামেই সুপার ফেসিলিটি আসলে এগুলি সুপার ফ্লপ এবং কাজের কাজ কিছুই করে না।” সুকান্ত আরও বলেন, “মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে তাহলে নিজের পরিবারের সদস্যদের রাজ্যের একেকটি সুপার ফেসিলিটি হাসপাতালে চিকিৎসা করান, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাতে পারেন ডায়মন্ড হারবারের সুপার স্পেশালিটি হাসপাতালে।” পাশাপাশি, কর্নাটকে নিষিদ্ধ কোম্পানির ওষুধ পশ্চিমবঙ্গে সরবরাহ এবং তা ব্যবহারে স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত।