TCS Salary Cut: ওয়ার্ক ফ্রম হোম বেশি হলেই টাকা কাটবে টিসিএস

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 06, 2023 | 2:11 PM

১২ দিনের কম অফিসে হাজিরা হলেই এবার থেকে বেতন কাটবে টিসিএস। কাজের পরিবেশ এবং ওয়ার্ক ইকোসিস্টেম পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ। রোস্টার যদি কেউ না মানেন শস্তি স্বরূপ তাঁর বেতন কাটা হবে বলে চিঠিতে জানিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ২০২৩এর প্রথম কোয়ার্টারের মধ্যে প্রায় ৪৪ হাজার ফ্রেশার নিয়োগ হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে

টাটা কনসালটেন্সি সার্ভিসেস ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা। কর্মীদের সতর্ক করে বেতন কাটার কথা জানাল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ১২ দিনের কম অফিসে হাজিরা হলেই এবার থেকে বেতন কাটবে টিসিএস। কাজের পরিবেশ এবং ওয়ার্ক ইকোসিস্টেম পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ। রোস্টার যদি কেউ না মানেন শস্তি স্বরূপ তাঁর বেতন কাটা হবে বলে চিঠিতে জানিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ২০২৩এর প্রথম কোয়ার্টারের মধ্যে প্রায় ৪৪ হাজার ফ্রেশার নিয়োগ হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে। বর্তমানে টিসিএসের মোট কর্মী ৬১৩,৭৯৫জন। এদের মধ্যে আবার অনেকে গত ২ বছরে সংস্থায় যোগ দিয়েছেন। এঁদের মধ্যে অনেকেই অফিসে কাজের অভিজ্ঞতা পাননি। তাঁদের অফিসে কাজের পরিবেশ দেওয়াটা জরুরি বলে মনে করছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। অতিমারির সময়ে সমস্ত সংস্থার মতো এই সংস্থায় ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়। ২০২২ অক্টোবরে টিসিএস কর্মীদের জানায় সপ্তাহে অন্তত ৩দিন অফিসে এসে কাজ করতে হবে। অনেক কর্মীই এই রোস্টার ঠিকঠাক পালন করেনি। তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছে সংস্থা।