Primary TET 2023 Question Leak: আবার প্রশ্ন ফাঁস, কী বলছেন আমজনতা?
রবিবার দুপুর ১২:০০ টায় পরীক্ষা শুরু হয়। দুপুর ১ টায় সোশ্যাল মিডিয়ায় টেটের প্রশ্নপত্র ফাঁস হয়। টেট নিয়ে বারবার কেন বিতর্ক? কী বলছেন আমজনতা ?
টেট নিয়ে আবার বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস। কিন্তু কেন বারবার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ ওঠে। কে বা কারা এই প্রশ্নপত্র ফাঁস করেন? এটা কি কোনো চক্রান্ত? চাকরিপ্রার্থীরা দিনের পর দিন খোলা আকাশের নিচে বসে আছেন। যাতে যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পান। কিন্তু বছরের পর বছর কেটে গেল। তাদের কিছুই হলো না। কবে তারা চাকরি পাবেন? এই প্রশ্ন বারবার উঠছে।
রবিবার দুপুর ১২:০০ টায় পরীক্ষা শুরু হয়। দুপুর ১ টার সময় সোশ্যাল মিডিয়ায় টেটের প্রশ্নপত্র ফাঁস হয়। টেট নিয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়। চলুন দেখে নিন আমজনতা কী বলছে। কেউ বলছেন এটা সরকারের দেখা উচিত। কেউ বলছেন এতো জন পরীক্ষা দেন, সেই ভিড়ে ১ জন বা ২ জন এরকম কাজ করলে, তাদের খুঁজে বাক করা কঠিন।
Published on: Dec 26, 2023 02:19 PM