Foreign Tour: বিদেশ দামি ভারতীয় টাকা
মূলত অর্থকরী কারণেই আমরা বিদেশ ভ্রমণের আগে দশবার ভাবি। বিদেশ ভ্রমণের জন্য বিমান টিকিট ভিসার খরচ ছাড়াও মাথায় আসে অন্য সব খরচ। বেড়ানোর তালিকায় রাখুন সেই সব দেশ যেখানে ভারতীয় মুদ্রার দাম সেই দেশের থেকে বেশি । ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, প্যারাগুয়ে আর হাঙ্গেরির মুদ্রা আইএনআরের থেকে কম। ইন্ডিয়ান রুপির থেকে কম দাম নেপাল এবং জাপানেরও। তাই সস্তায় বেড়িয়ে আসুন এইসব দেশ।
মূলত অর্থকরী কারণেই আমরা বিদেশ ভ্রমণের আগে দশবার ভাবি। বিদেশ ভ্রমণের জন্য বিমান টিকিট ভিসার খরচ ছাড়াও মাথায় আসে অন্য সব খরচ। হোটেল বুকিং, গাড়ী ভাড়া পারমিশনের খরচ সবকিছুই তো দামি বিদেশে। তা বলে কি বিদেশে বেড়াতে যাবেন না। বেড়ানোর তালিকায় রাখুন সেই সব দেশ যেখানে ভারতীয় মুদ্রার দাম সেই দেশের থেকে বেশি । ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, প্যারাগুয়ে আর হাঙ্গেরির মুদ্রা আইএনআরের থেকে কম। ইন্ডিয়ান রুপির থেকে কম দাম নেপাল এবং জাপানেরও। তাই সস্তায় বেড়িয়ে আসুন এইসব দেশ। প্রায় ১৮৫ ইন্দোনেশিয়ান রুপিয়া পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। প্রায় ২৯০ ভিয়েতনামী ডং পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। ৫০ কম্বোডিয়ান রিয়েল পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। প্রায় ৪ শ্রীলঙ্কান রুপি পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। ৮৭ প্যারাগুয়ে গুয়ারানি পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। ৪ হাঙ্গেরিয়ান ফরিন্ট পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। ১.৭৬ জাপানি ইয়েন পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। ১.৬০ নেপালি রুপি পাওয়া যায় ভারতীয় ১ টাকায়। ইন্দোনেশিয়ার বালি,উবুদ, উলুওয়াতু, মাউন্ট বাতুর, ক্যাঙ্গু বিচ বিখ্যাত। ভিয়েতনামের ঐতিহাসিক খ্যাতি ও প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। আঙ্করভাট আঙ্করথামের কম্বোডিয়ার ভুবন জোড়া খ্যাতি। হাতি আর সমুদ্রের জন্য বিখ্যাত শ্রীলঙ্কা। হিমালয়ের ৭টি সাতটি সর্বোচ্চ শৃঙ্গ নেপালে তাই ঘুরে আসুন নেপাল। ঘুরে আসুন প্যারাগুয়ে, হাঙ্গেরি আর জাপান।