চাকরি যাওয়ার ভয়ে ইন্দ্রনীলকে ‘যত্ন’? কল্যাণ বলেই দিলেন সবটা

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 23, 2025 | 10:05 PM

দু'জনেই রাজ্যের শাসকদলের নেতা। একজন বিধায়ক। অন্যজন সাংসদ। এক অনুষ্ঠানে প্রথম জনকে বরণ করতে গিয়েই 'যত্ন' করার কথা বললেন দ্বিতীয়জন। বলে দিলেন, না হলে চাকরি চলে যাবে। প্রথমজন বিধায়ক ইন্দ্রনীল সেন। আর দ্বিতীয়জন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি ইন্দ্রনীলকে যত্ন করার কথা হাসতে হাসতে বলেন তিনি। সোমবার শ্রীরামপুরে হেরিটেজ উৎসবের সূচনায় রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে বরণ করার সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আসল লোকের খোদ লোক ইন্দ্রনীল সেন। তাঁকে যত্ন তো করতেই হবে। নাহলে আমার চাকরি থাকবে না। কী গান শুনিয়ে দেবে, তখন আমার চাকরি চলে যাবে।" বছর আড়াই আগে চন্দননগরে জল প্রকল্পের উদ্বোধনে এসে ইন্দ্রনীল সেনকে নিয়ে ফিরহাদ হাকিম মজার ছলে বলেছিলেন, "ইন্দ্রনীল সেনের রিচ মুখ্যমন্ত্রী পর্যন্ত। আমরা ভয়ে থাকি। যদি কানে কিছু লাগিয়ে দেয়।" মজার ছলে হলেও সেকথারই পুনরাবৃত্তি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

দু’জনেই রাজ্যের শাসকদলের নেতা। একজন বিধায়ক। অন্যজন সাংসদ। এক অনুষ্ঠানে প্রথম জনকে বরণ করতে গিয়েই ‘যত্ন’ করার কথা বললেন দ্বিতীয়জন। বলে দিলেন, না হলে চাকরি চলে যাবে। প্রথমজন বিধায়ক ইন্দ্রনীল সেন। আর দ্বিতীয়জন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি ইন্দ্রনীলকে যত্ন করার কথা হাসতে হাসতে বলেন তিনি। সোমবার শ্রীরামপুরে হেরিটেজ উৎসবের সূচনায় রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে বরণ করার সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আসল লোকের খোদ লোক ইন্দ্রনীল সেন। তাঁকে যত্ন তো করতেই হবে। নাহলে আমার চাকরি থাকবে না। কী গান শুনিয়ে দেবে, তখন আমার চাকরি চলে যাবে।” বছর আড়াই আগে চন্দননগরে জল প্রকল্পের উদ্বোধনে এসে ইন্দ্রনীল সেনকে নিয়ে ফিরহাদ হাকিম মজার ছলে বলেছিলেন, “ইন্দ্রনীল সেনের রিচ মুখ্যমন্ত্রী পর্যন্ত। আমরা ভয়ে থাকি। যদি কানে কিছু লাগিয়ে দেয়।” মজার ছলে হলেও সেকথারই পুনরাবৃত্তি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।