দেবকে কাছে ডেকে কী বললেন মমতা? হেসে ফেললেন অভিনেতা-সাংসদ

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 09, 2026 | 8:03 PM

আইপ্যাকের অফিসের ইডির হানার প্রতিবাদে শুক্রবার পথে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে হাঁটেন। তারপরই এসআইআর নিয়ে বিজেপি ও কমিশনকে নিশানা করেন মমতা। মঞ্চে দেবকে দাঁড় করিয়ে তিনি বলেন, "বাংলার সুপারস্টার। তাঁকেও নোটিস পাঠানো হয়েছে।" নির্বাচন কমিশন যে ইচ্ছাকৃত নাম বাদ দিচ্ছে সে কথা বারেবারে বলতে থাকেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "নতুন জেনারেশনের নাম কেটে দিচ্ছে। ভ্যানিশবাবু দেড় কোটি ভোট কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। আর মেয়ে জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ।" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নদিয়ার তাহেরপুরে সভা করেন। মমতা বলেন, "অভিষেক নাকি আজ 'মৃত' ব্যক্তিদের সঙ্গে লাঞ্চ করছে।"

আইপ্যাকের অফিসের ইডির হানার প্রতিবাদে শুক্রবার পথে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে হাঁটেন। তারপরই এসআইআর নিয়ে বিজেপি ও কমিশনকে নিশানা করেন মমতা। মঞ্চে দেবকে দাঁড় করিয়ে তিনি বলেন, “বাংলার সুপারস্টার। তাঁকেও নোটিস পাঠানো হয়েছে।” নির্বাচন কমিশন যে ইচ্ছাকৃত নাম বাদ দিচ্ছে সে কথা বারেবারে বলতে থাকেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “নতুন জেনারেশনের নাম কেটে দিচ্ছে। ভ্যানিশবাবু দেড় কোটি ভোট কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। আর মেয়ে জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নদিয়ার তাহেরপুরে সভা করেন। মমতা বলেন, “অভিষেক নাকি আজ ‘মৃত’ ব্যক্তিদের সঙ্গে লাঞ্চ করছে।”

Published on: Jan 09, 2026 08:01 PM