স্বর্ণ ব্যবসায়ী খুনে পুলিশ গ্রেফতার করতেই নেতার বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 22, 2025 | 7:14 PM

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে খুনে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এবার কোচবিহার ২ নম্বর ব্লকের ধৃত তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করল শাসকদল। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সম্প্রতি সল্টলেকের সোনার ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। ওই খুনের ঘটনায় সহযোগী হিসেবে নাম উঠে আসে সজল সরকারের। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন দলের তরফে সজল সরকারকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়। 

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে খুনে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এবার কোচবিহার ২ নম্বর ব্লকের ধৃত তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করল শাসকদল। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সম্প্রতি সল্টলেকের সোনার ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। ওই খুনের ঘটনায় সহযোগী হিসেবে নাম উঠে আসে সজল সরকারের। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন দলের তরফে সজল সরকারকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।