Loading video

Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 01, 2024 | 1:16 PM

খুবই সঙ্কটজনক পরিস্থিতি বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের। রবিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। তখনই তাঁর মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন অবস্থা খুব একটা ভাল নয়। হাসপাতাল সূত্রে খবর , আরও আশঙ্কাজনক অবস্থা অভিনেতার।

সঙ্কটজনক মনোজ মিত্র

খুবই সঙ্কটজনক পরিস্থিতি বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের। রবিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। তখনই তাঁর মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন অবস্থা খুব একটা ভাল নয়। হাসপাতাল সূত্রে খবর , আরও আশঙ্কাজনক অবস্থা অভিনেতার। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা। কিন্তু তা দেওয়া হবে না। হার্ট পাম্প করছে ২০-৩০ শতাংশ। মস্তিষ্ক সাড়া দিচ্ছে না।

মৃত্যুর ভুয়ো খবর
মনোজ মিত্র গুরুতর অসুস্থ– এ কথা মিথ্যে নয়। তাঁর হৃদযন্ত্রও প্রায় কাজ করছে না বললেই চলে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এমনটাই। তবে না, বাঞ্ছারামের বাগান এখনও শুকিয়ে যাননি। নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নাট্যজগতের এই কিংবদন্তী। এ দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই তাঁর মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড় হয় সামাজিক মাধ্যম। ভাই অমর মিত্র ফেসবুকে পোস্ট করে জানান, এমনটা সত্যি নয়। তবু গুজব থামেনি। গোটা ঘটনায় বিরক্ত পরিবার।

অস্কারে ‘লাপাতা লেডিজ’
পরিচালক কিরণ রাওয়ের মুকুটে নয়া পালক৷ এবার অস্কারে যাচ্ছে পরিচালক কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’৷ বক্স অফিসে সুপারহিট এই ওয়েব সিরিজ৷ ছবির ট্রেলার দেখেই বেশ খানিকটা আঁচ পাওয়ার গিয়েছিল৷ তারপর থেকেই ফুল-দীপক জুটির মিষ্টি প্রেম মুহূর্তের মধ্যে দর্শকদের মন কেড়ে নিয়েছে৷

সুমিতের আক্ষেপ

নীলচে কটা চোখ। বিদঘুটে হাসি। তাঁকে দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কথা হচ্ছে দুঁদে অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। সম্প্রতি কমলিকা বন্দোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তিনি আক্ষেপ করে পোস্ট করেছেন যে শ্রাবন্তী, কোয়েলদের মতো নায়িকা তো জুটল না। তাই কমলিকাই সই।

শ্বেতার বিশেষ উপহার

সাদা, হলুদ , কালো বেলুনে ভর্তি গোটা ছাদ। আলো, সূর্যমুখী ফুল আর সবুজে সাজানো চারিদিক। আর মাঝে মাঝে তাঁদের কিছু মিষ্টি মুহূর্তের ছবি। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের জন্মদিনে ঠিক স্বপ্নের মতো করে সাজিয়েছিলেন প্রেমিক রুবেল দাস। জন্মদিনের ভিডিয়ো পোস্ট করে আবেগপ্রবণ নায়িকা।

 

সৃজিতের জন্মদিন পালন
৪৭ বছর পূর্ণ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই উপলক্ষে এ দিন শহরের এক ক্লাবে বসেছিল বিশেষ পার্টি। দেব, স্বস্তিকা, আরিয়ান, রিয়া সেন, সৃজার উপস্থিতিতে পার্টি জমজমাট। হাতে করে সবাইকে কেক খাওয়াতেও দেখা গেল পরিচালককে।

বন্ধ হচ্ছে ধারাবাহিক
স্টার জলসায় আসছে নতুন দুটি মেগা সিরিয়াল- দুই শালিক এবং রাঙামতি তীরন্দাজ। নতুন মেগাকে জায়গা করে দিতে নিঃসন্দেহে কোপ পড়বে পুরোনো সিরিয়ালে। সেইমতোই মাত্র ৭ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার চলতি মেগা ‘বঁধুয়া’।

সরব শামা
টেলিভিশন শো ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-র সুবাদে রাতারাতি লাইমলাইটে উঠে এসেছিলেন শামা সিকান্দর, তবে বড় পর্দায় কাঙ্খিত সাফল্য হাতে আসেনি। বলিউড বাবলের সাথে একটি নতুন সাক্ষাত্কারে, ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ থেকে নিজের সঙ্গে ঘটা অশালীন আচরণ নিয়ে সরব হয়েছে।

কটাক্ষ নিয়ে সরব ডোনা

বিতর্ক নিয়ে এবার সরব নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। বললেন, ‘পুজোর সময়ে কে কালচারাল প্রোগ্রাম (সাংস্কৃতিক অনুষ্ঠান) বাদ দেবে, কে নতুন জামা পরবে না, এটা তো নিজস্ব চয়েজ। লোকেরা যদি পছন্দ করে ভুল কথা বলতে, আমার সত্যিই কিছু করার নেই।

Published on: Sep 24, 2024 12:11 AM