Zomato Share Price Drop: একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
Zomato Price Drop: গতকাল জোম্যাটোর তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়। আর তারপরই জোম্যাটোয় অনাস্থা দেখিয়েছে খুচরো বিনিয়োগকারীরা। শেয়ারের দাম পড়েছে হুড়মুড়িয়ে।
গতকাল ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর। আর সেই ত্রৈমাসিকে জোম্যাটোর আয় বাড়লেও লভ্যাংশ কমেছে প্রায় ৬৬ শতাংশ। আর তারপরই আজ হুড়মুড়িয়ে পড়েছে এই সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও শেয়ারের দাম পড়েছে কল্যাণ জুয়েলার্সেরও। এ ছাড়াও দাম পড়েছে নিউজেন সফটওয়্যার টেকনোলজিস, ডিক্সন টেকনোলজিসের। দাম পড়েছে কায়নেস টেকনোলজিসেরও।