জুনিয়র ভোটার আঠেরোর নীচে ভোট!

জুনিয়র ভোটার আঠেরোর নীচে ভোট!

utsha hazra |

May 08, 2021 | 12:14 PM

শুধু বড়রাই কেন ভোট দেবে? ছোট মুখে এরকম বড় কথা ভোট আসলে শোনাই যায়। কিন্তু ইদানিং কি নেহাত খেলা নয়, শিশুমনে প্রভাব ফেলছে ভোট? কী বলছেন বিশেষজ্ঞরা?

কে বলেছে আঠেরোর নীচে ভোট দেওয়া যায় না। অনেক ছোটরাই কিন্তু ভোট কেন্দ্রে যায়। খুদে আঙুলে কালো কালির দাগও পড়ে। শুধু বড়রাই কেন ভোট দেবে? ছোট মুখে এরকম বড় কথা ভোট আসলে শোনাই যায়। কিন্তু ইদানিং কি নেহাত খেলা নয়, শিশুমনে প্রভাব ফেলছে ভোট? কী বলছেন বিশেষজ্ঞরা?

মোদির ‘দিদি, ও দিদি’ বলার স্টাইল কিংবা অন্যান্য রাজনৈতিক কচকচি এখন টিভি এবং মোবাইলের দৌলতে পৌঁছে যাচ্ছে ছোটদের কাছে। আগেকার মতো নিছক খেলা করার শৈশবের ভোট এখন অনেক বেশি পরিণত। রাজনীতি সম্পর্কে এখনকার ছোটরা অনেক বেশি খবর রাখে। তাদের মনের উপরেও কি বেশি প্রভাব বিস্তার করেছে ভোট-রাজনীতি? বিশিষ্ট মনোবিদ উদয় চৌধুরী জানাচ্ছেন, বিষয়টি যতক্ষণ খেলার স্তরে থাকে ততক্ষণ কোনও অসুবিধা নেই। কিন্তু সবকিছুর একটা বয়স হয়। তার আগে বেশি মাতামাতি করলে বিষয়টি ভেবে দেখার প্রয়োজন আছে।