Pollution Control Cheap Device: দূষণ কমাবে এই যন্ত্র, তাক লাগালেন ১ মারাঠী

Pollution Control Cheap Device: দূষণ কমাবে এই যন্ত্র, তাক লাগালেন ১ মারাঠী

আসাদ মল্লিক

|

Updated on: May 14, 2023 | 6:30 PM

Pollution Control Cheap Device: মহারাষ্ট্রের সোলাপুরের রাহুল বুলহানপুরকর একটি ডিভাইস আবিষ্কার করেছেন। ৪ চাকা গাড়ি থেকে তৈরি দূষণ কমাতে ব্যবহার হবে এই ডিভাইস।

মহারাষ্ট্রের সোলাপুরের রাহুল বুলহানপুরকর একটি ডিভাইস আবিষ্কার করেছেন। ৪ চাকা গাড়ি থেকে তৈরি দূষণ কমাতে ব্যবহার হবে এই ডিভাইস। ২০১০ সালে তিনি তখন কাজ করছিলেন একটি গ্যারাজে। সেই সময়ই ভেবেছিলেন, গাড়ি থেকে যে দূষণ সৃষ্টি হয় তা কমাতে হবে। ২ বছর কাজ করে এমন একটি ডিভাইস আনেন, যা গাড়ির দূষণের মাত্রা কমাতে পারে। কিন্তু রাহুল কেবল এই গুরুত্বপূর্ণ অংশ তৈরি করেই থেমে থাকেননি। তাঁর এই গবেষণার একটি পেটেন্টও পেয়ে গিয়েছিলেন। ১০ বছরেরও বেশি কাজ করে রাহুল পেটেন্টটি পান। গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা মোটর্স তাঁর কাছ থেকে এই পেটেন্টের অধিকারটি নিয়েছে। পেটেন্টের জন্য টাটা মোটর্স তাঁকে ১৩.৫২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিমাণ টাকা থেকে তাঁকে ৩০% ট্যাক্স দিতে হবে। রাহুলের শিক্ষক সানপত শেলকেন তাঁকে উৎসাহিত করার জন্য সরকারের কাছে কর মকুবের আবেদন করেছেন। রাহুলের মস্তিষ্কপ্রসূত এই ডিভাইসটি গাড়ির দূষণের মাত্রা ৩০% পর্যন্ত কমাতে পারবে। পাশাপাশি, গাড়ির মাইলেজও অনেকটা পরিমাণে বাড়বে। গাড়ির সাইলেন্সারের কাছেই বসানো হচ্ছে এই ডিভাইসটি। এখন গাড়িগুলিতে একটি EGR সিস্টেম ব্যবহৃত হয়, যা দূষণের হার কমাতে পারে। রাহুলের তৈরি ডিভাইসটি EGR বা এগসস্ট গ্যাস রিসাইকেলের প্রক্রিয়াটিকে আরও ভাল এবং কার্যকর করতে পারে। ডিভাইসের PCM অংশটি নিয়ন্ত্রিত হয় এই সেন্সরের সাহায্যে । সাইলেন্সারের মাধ্যমে নির্গমন আরও ৩০% কমে যায়। এই নতুন ডিভাইসটি নাইট্রোজেন অক্সাইডের পরিমাণও ৭০% পর্যন্ত কমাতে পারে। টাটা মোটর্স তাঁর তৈরি এই ডিভাইসটি গাড়িতে ব্যবহার করবে ২০২৪-২৫ থেকে।