Moynaguri News: পানীয় জল না পেয়ে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা

Moynaguri News: পানীয় জল না পেয়ে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 15, 2023 | 6:11 PM

জলের দাবিতে বিক্ষোভে দেখিয়ে ভোট বয়কটের ডাক দিলেন ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের নেতাজি পাড়া গ্রামের বাসিন্দারা। এলাকায় জল কষ্টে ব্যাপক সমস্যার মুখে দাঁড়িয়ে বাসিন্দারা। জলের দাবিতে রাস্তায় বালতি রেখে বিক্ষোভে সামিল হোল স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ওই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জলের দাবিতে বিক্ষোভে দেখিয়ে ভোট বয়কটের ডাক দিলেন ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের নেতাজি পাড়া গ্রামের বাসিন্দারা। এলাকায় জল কষ্টে ব্যাপক সমস্যার মুখে দাঁড়িয়ে বাসিন্দারা। জলের দাবিতে রাস্তায় বালতি রেখে বিক্ষোভে সামিল হোল স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ওই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা সঙ্গীতা দে সরকার, দীনোবালা রায় দের অভিযোগ তাদের গ্রামের সব কুয়ো শুকিয়ে গেছে। পানীয় জল নেই এলাকায়। বারবার জনপ্রতিনিধিদের জানালেও নেই হেলদোল। গ্রামে সরকার থেকে বসানো হয়নি কোন নলকূপ। দীর্ঘ কয়েক বছর ধরে নতুন করে কুয়ো দেওয়া হচ্ছে না গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। জল না পেয়ে স্থানীয় জর্দা নদী থেকে জল নিয়ে আসতে হচ্ছে। অনেকেই সেই জল পান করছেন এর ফলে পেটের অসুখ লেগে থাকছে।সে কারণেই তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন।

এই বিষয়ে খাগড়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রায় কে ফোন করা হলে তিনি বলেন, একটি জলের প্রজেক্ট হচ্ছে ওই এলাকায়। যেহেতু ওই এলাকায় একটি নদী রয়েছে সে কারণে জনস্বাস্থ্য কারিগরীর পাইপ লাইন পাতার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।