e 'কোনও মলম কাজ করবে না', কেন বললেন শাহ? - Bengali News | 'We will send infiltrators back', says Union home minister Amit Shah | TV9 Bangla News

‘কোনও মলম কাজ করবে না’, কেন বললেন শাহ?

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 30, 2025 | 9:54 PM

অনুপ্রবেশকারী ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন, অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করা হবে। আর তার হাতিয়ার যে এসআইআর, তাও বুঝিয়ে দিয়েছেন। বাংলায় এসে সেই অনুপ্রবেশকারী ইস্যুতে শাহ জানিয়ে দিন, অনুপ্রবেশকারীদের বেছে বেছে ওপারে পাঠানো হবে। এদিন তৃণমূলকেও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "এখানে কীভাবে মহিলাদের বলা হয়, সন্ধ্যার ৭টার পর ঘর-হস্টেল থেকে যেন না বেরোয়। আমরা কোন যুগে বাস করছি।" আরজি কর মেডিক্যাল কলেজ, কসবা কলেজ, সন্দেশখালি প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, "এখন মলম লাগানোর চেষ্টা চলছে। বঙ্গবাসীর হৃদয়ের ঘা এতটাই গভীর, কোনও মলম কাজ করবে না।"

অনুপ্রবেশকারী ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন, অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করা হবে। আর তার হাতিয়ার যে এসআইআর, তাও বুঝিয়ে দিয়েছেন। বাংলায় এসে সেই অনুপ্রবেশকারী ইস্যুতে শাহ জানিয়ে দিন, অনুপ্রবেশকারীদের বেছে বেছে ওপারে পাঠানো হবে। এদিন তৃণমূলকেও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “এখানে কীভাবে মহিলাদের বলা হয়, সন্ধ্যার ৭টার পর ঘর-হস্টেল থেকে যেন না বেরোয়। আমরা কোন যুগে বাস করছি।” আরজি কর মেডিক্যাল কলেজ, কসবা কলেজ, সন্দেশখালি প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, “এখন মলম লাগানোর চেষ্টা চলছে। বঙ্গবাসীর হৃদয়ের ঘা এতটাই গভীর, কোনও মলম কাজ করবে না।”