নেশায় বুঁদ করিয়ে কুকুরকে ধর্ষণ, ক্ষতবিক্ষত যোনি!
নিজস্ব চিত্র

নেশায় বুঁদ করিয়ে কুকুরকে ধর্ষণ, ক্ষতবিক্ষত যোনি!

tista roychowdhury |

Dec 29, 2020 | 7:53 PM

কয়েক মাসে আবার কয়েকটি কুকুরের মৃত্যুও হয়। কিছুতেই বুঝে ওঠা যাচ্ছিল না, ঠিক কোন কারণে ওদের মৃত্যু হয়েছে? কী কারণই বা হতে পারে শারীরিক অস্বাভাবিকতার?

কয়েকদিন ধরেই পাড়ার কুকুরগুলোর মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলেন স্থানীয়রা। চোখ মুখ ফোলা, গুহ্যদ্বারেও ক্ষতচিহ্ন। হাঁটাচলাও স্বাভাবিক নয়। পশুপ্রেমী হিসেবে পরিচিত সমক চট্টোপাধ্যায় এবং তিয়াশা মুখোপাধ্যায় যখন পথ পোষ্যদের খাবার দিতে এসেছিলেন তাঁদের চোখেও পড়েছিল একই রকম অস্বাভাবিকতার ছবি। এই কয়েক মাসে আবার কয়েকটি কুকুরের মৃত্যুও হয়। কিছুতেই বুঝে ওঠা যাচ্ছিল না, ঠিক কোন কারণে ওদের মৃত্যু হয়েছে? কী কারণই বা হতে পারে শারীরিক অস্বাভাবিকতার? শেষ পর্যন্ত যে কারণ সামনে উঠে এল, তাতে হতবাক, বিস্মিত এবং ক্ষুব্ধ এলাকাবাসী।