Car Driving Rules: গাড়ির গতিবেগ ৫০ কিমি/ঘণ্টা, জরিমানা লাখ টাকা!

May 06, 2023 | 2:29 PM

Driving License: অনেকেই হয়তো জানেন না যে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে। বিদেশেও গাড়ি চালাতে চান? শুধু ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবেনা। এর পাশাপাশি যে দেশে গাড়ি চালাতে চান,সেই দেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

অনেকেই হয়তো জানেন না যে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে। বিদেশেও গাড়ি চালাতে চান? শুধু ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবেনা। এর পাশাপাশি যে দেশে গাড়ি চালাতে চান,সেই দেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিদেশে গাড়ি চালাতে,গাড়ির গতিবেগ কত রাখতে হবে সে বিষয়ে আগে জেনে নিন। বেশি গতিতে গাড়ি চালালে মোটা টাকার জরিমানা হবে। উত্তর আমেরিকায় বেশি গতিতে গাড়ি চালালে দিতে হবে বেশি জরিমানা। ওরেগন রাজ্যে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চালালে জরিমানা ২,২২,৩৫২ টাকা। কিন্তু কিউবা শহরে জরিমানার টাকা সবচেয়ে কম। এই শহরে জরিমানার জন্য় চালান কাটা হয় মাত্র ৩০০ টাকার। বেলজিয়াম গাড়ি খুব সাবধানে চালাতে হয়। অতিরিক্ত গতিবেগে গাড়ি চালালে বেশি টাকা জরিমানা দিতে হয়। গাড়ি ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিবেগে চালালে জরিমানা ২,৫১,৮৭,০৫৬ টাকা । আর্জেন্টিনায় অতিরিক্ত গতিতে চালালে জরিমানা ৪,১৩,১১৬ টাকা। ৩ বছরের জেলও হতে পারে। প্যারাগুয়েতে অতিরিক্ত গতিতে চালালে জরিমানা মাত্র ১৪ টাকা। প্যারাগুয়েতে পাকা রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশিতে গাড়ি চালালে জরিমানা ১৪ টাকা। যুক্তরাজ্যে,ড্রাইভারের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়, যদি ড্রাইভার নিজের দোষ স্বীকার না করে। দুবাইতে ৬,০০০ জরিমানা হয়,ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে। লেবাননে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে,জরিমানা ২,২০,৬৯৮ টাকা জরিমানা। জর্ডনে ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে জরিমানা ৩১,৩৩৯ টাকা । জেল হতে পারে ২ থেকে ৪ মাসের।