Partha Chatterjee: পার্থ ফিরলেন নাকতলার বাড়িতে! শুনেই সুকান্ত বললেন…

| Edited By: জয়দীপ দাস

Nov 11, 2025 | 9:27 PM

Partha Chatterjee Released: গ্রেফতার হয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি নগদ। এদিনই বাইপাসের ধারের হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে যান তৃণমূলের প্রাক্তন মহাসচিব। তবে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি।

কলকাতা: তিন বছর তিন মাস পর জেলমুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি নগদ। এদিনই বাইপাসের ধারের হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে যান তৃণমূলের প্রাক্তন মহাসচিব। তবে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, “তৃণমূল বুঝতে পারছেন না কী করবে! গিলবে না হজম করবে, না উগরে দেবে তা বুঝতে পারছে না। তবে দু’দিন পর ঠিক জড়িয়ে ধরবে। মেরছ কলসির কানা তাই বলে কী প্রেম দেব না!”  

Published on: Nov 11, 2025 09:20 PM