Sukanta Majumdar: বন্দেমাতরম নিয়ে কী বললেন সুকান্ত?
BJP Leader Sukanta Majumdar: “বাঙালি এই দেশকে যা যা দিয়েছে খুব কম রাজ্য যাঁরা ভারতকে এত কিছু দিয়েছে। ক্ষুদিরাম বসুর মতো ছেলেরা নিজের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের পদতলে। সেই বাঙালির অবদানকে বাংলার সরকার কোনও উদযাপনই করছে না।” এ ভাষাতেই বাংলার সরকারকে আক্রমণ সুকান্তর।
বন্দেমাতরম নিয়ে বলতে গিয়েও রাজ্য সরকারের তুলোধনা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রীতিমতো কটাক্ষের সুরে বললেন, “বাঙালি এই দেশকে যা যা দিয়েছে খুব কম রাজ্য যাঁরা ভারতকে এত কিছু দিয়েছে। ক্ষুদিরাম বসুর মতো ছেলেরা নিজের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের পদতলে। সেই বাঙালির অবদানকে বাংলার সরকার কোনও উদযাপনই করছে না। একটা কমিটি নাম মাত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। আজকে বাংলার স্কুলে স্কুলে বন্দে মাতরম গাওয়া হচ্ছে না শুধুমাত্র ভোট ব্যাঙ্ককে খুশি করার জন্য।”
Published on: Nov 07, 2025 09:35 PM