BSF : বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?

BSF : বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jan 26, 2025 | 6:43 PM

অপরাধীদের দন্ডিত করা হবে শীঘ্রই, আশাবাদী অফিসার।

বাঙ্কার কারা বানিয়েছে, কেন বানিয়েছে বিষয়টি তদন্তসাপেক্ষ, জানাচ্ছেন দক্ষিণবঙ্গের বিএস‌এফ ডিআইজি নিলোৎপল কুমার পান্ডে। যদিও বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে তিনি নিজের টিমের পারদর্শিতা হিসেবেই দেখছেন। যারা অপরাধের সঙ্গে যুক্ত, তাদের শীঘ্রই দন্ডিত করা হবে, আশাবাদী অফিসার। দেখুন ভিডিয়ো