Dilip Ghosh: কোচবিহারে ৮-এ ৮ করার হুঙ্কার দিলীপ ঘোষের

| Edited By: জয়দীপ দাস

Jan 10, 2026 | 12:58 PM

BJP: কোচবিহার জয় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র সংবিধান মেনে সব কিছু করছে। আগামীতেও করবে। বাংলার মানুষ বুঝতে পারছেন এদের পরিবর্তন দরকার। এখানে কোনও আইন-শৃঙ্খলা নেই। পার্টির কর্মীরা লড়াই করে টিকে আছে। পরিবর্তন আসন্ন । কোচবিহারে ৮ টি আসনের মধ্যে ৮টি জয়ী হবে।

কোচবিহার: বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবারও তাঁর চেনা আক্রমণাত্মক ভঙ্গিতে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন। ফের চেনা ছন্দে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আসন্ন নির্বাচনে কোচবিহারে তৃণমূলকে পরাজিত করার বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এই বিজেপি নেতা। কোচবিহার জয় প্রসঙ্গে বলেন, কেন্দ্র সংবিধান মেনে সব কিছু করছে। আগামীতেও করবে। বাংলার মানুষ বুঝতে পারছেন এদের পরিবর্তন দরকার। এখানে কোনও আইন-শৃঙ্খলা নেই। পার্টির কর্মীরা লড়াই করে টিকে আছে। পরিবর্তন আসন্ন । কোচবিহারে ৮ টি আসনের মধ্যে ৮টি জয়ী হবে।