The Great Indian Football Dream: বিশ্ব ফুটবলের ‘পাওয়ার হাউস’ জার্মানির থেকে কী কী গ্রহণ করতে পারে ভারত?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 12, 2024 | 9:39 AM

কীভাবে ভারত ফুটবলে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফুটবল ড্রিম' শীর্ষক আলোচনায়। এই আলোচনায় বিশেষজ্ঞরা জানিয়েছেন কীভাবে ভারত বিশ্ব ফুটবলের 'পাওয়ার হাউস' জার্মানির সঙ্গে সমাবস্থা লাভ করতে পারে।

Follow Us

ভারতের অনূর্ধ্ব ১৪ কিশোর-কিশোরীদের মধ্যে ফুটবল প্রতিভা খুঁজে বের করতে উদ্যোগী ভারতের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9। ভারতের ফুটবল প্রতিভাদের জন্য এটি একটি বিরাট বড় সুযোগ। নয়ডার দিল্লি পাবলিক স্কুলে আয়োজন করা হবে এই শিবির। এই প্রতিভা অন্বেষণের শিবিরের আয়োজনে TV9 নেটওয়ার্ককে সহযোগিতা করেছে জার্মানির বেশ কিছু নামকরা প্রতিষ্ঠান। এর আগে, কীভাবে ভারত ফুটবলে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফুটবল ড্রিম’ শীর্ষক আলোচনায়। এই আলোচনায় বিশেষজ্ঞরা জানিয়েছেন কীভাবে ভারত বিশ্ব ফুটবলের ‘পাওয়ার হাউস’ জার্মানির সঙ্গে সমাবস্থা লাভ করতে পারে।

ভারতের অনূর্ধ্ব ১৪ কিশোর-কিশোরীদের মধ্যে ফুটবল প্রতিভা খুঁজে বের করতে উদ্যোগী ভারতের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9। ভারতের ফুটবল প্রতিভাদের জন্য এটি একটি বিরাট বড় সুযোগ। নয়ডার দিল্লি পাবলিক স্কুলে আয়োজন করা হবে এই শিবির। এই প্রতিভা অন্বেষণের শিবিরের আয়োজনে TV9 নেটওয়ার্ককে সহযোগিতা করেছে জার্মানির বেশ কিছু নামকরা প্রতিষ্ঠান। এর আগে, কীভাবে ভারত ফুটবলে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফুটবল ড্রিম’ শীর্ষক আলোচনায়। এই আলোচনায় বিশেষজ্ঞরা জানিয়েছেন কীভাবে ভারত বিশ্ব ফুটবলের ‘পাওয়ার হাউস’ জার্মানির সঙ্গে সমাবস্থা লাভ করতে পারে।

Next Video