SIR in Kolkata: কলকাতায় কোথায় কোথায় হবে SIR-এর শুনানি?

| Edited By: জয়দীপ দাস

Dec 26, 2025 | 10:56 PM

SIR in Bengal: শুনানি প্রক্রিয়ার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকছেন ইআরও (ERO) এবং এইআরও (AERO) পদমর্যাদার আধিকারিকরা। সুষ্ঠুভাবে কাজ মেটাতে প্রতিটি কেন্দ্রে প্রতিদিন সর্বোচ্চ ১৫০ জনের শুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কোথায় হচ্ছে শুনানি?

কলকাতা: এই শুনানি প্রক্রিয়ার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকছেন ইআরও (ERO) এবং এইআরও (AERO) পদমর্যাদার আধিকারিকরা। সুষ্ঠুভাবে কাজ মেটাতে প্রতিটি কেন্দ্রে প্রতিদিন সর্বোচ্চ ১৫০ জনের শুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার ক্ষেত্রে বেলতলা গার্লস, আলিপুর মাল্টিপারপাস গার্লস, লেডি ব্রেবোর্ন কলেজ, লরেটো ডে স্কুল, মডার্ন হাইস্কুল ফর গার্লস, মৌলনা আজাদ মেমোরিয়াল গার্লস হাইস্কুল (পাহাড়পুর রোড), ভবানীপুর গার্লস হাইস্কুল এবং হরিমোহন ঘোষ কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুনানির ব্যবস্থা করা হয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও সমান্তরালভাবে এই প্রক্রিয়া চলবে।